ক্রম |
সেবার নাম |
দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা / কর্মচারী |
সংক্ষিপ্ত সেবা প্রদান পদ্ধতি |
সেবা প্রাপ্তির প্রয়োজনীয় সময় ও খরচ |
সংশ্লিষ্ট আইন-কানুন / বিধি-বিধান/ নীতিমালা |
নির্দিষ্ট সেবা পেতে ব্যর্থ হলে পরবর্তী প্রতিকারকারী কর্মকর্তা |
ক |
খ |
গ |
ঘ |
ঙ |
চ |
ছ |
০১ |
ইমাম প্রশিক্ষণ কার্যক্রম |
ঊপ-পরিচালক ইমাম প্রশিক্ষণ একাডেমি |
চলতি অর্থ বছর হতে নিয়তি প্রশিক্ষণে আগ্রহী ইমামদের ইউনিয়নভিত্তিক একটি তালিকা তৈরী করা হয়েছে। প্রশিক্ষনণ ইমামদের উক্ত তালিকা হতে প্রাথমিকভাবে যাচাই-বাছাই করে তা চুড়ান্ত বাছাইয়ের জন্য সংশ্লিষ্ট ইমাম প্রশিক্ষণ একাডেমীতে প্রেরণ করা হয়। ইমামদের পুনরায় চূড়ান্তভাবে যাচাই করা হয়। মনোনীত ইমামদের প্রশিক্ষণের জন্য তালিকা প্রকাশ করা হয় এবং অমনোনীতদেরকে অবহিত করা হয়। ইমাম সাহেবগণ ৪৫ দিন ব্যাপী প্রশিক্ষণ গ্রহণ করেন। প্রশিক্ষণ শেষে তাঁদের সনদপত্র প্রদান করে প্রশিক্ষণ সমাপ্ত করা হয়। |
৪৫ দিন; বিনামূল্যে প্রশিক্ষণ কালীন দৈনিক ৩০০/-টাকা হারে প্রশিক্ষণ ভাতা পাবেন এবং যাতায়াতভাতা পাবেন। |
ইসলামিক ফাউন্ডেশন আইন, ১৯৭৫
|
পরিচালক, ইমাম প্রশিক্ষণ একাডেমি |
০২ |
মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম |
উপ-পরিচালক, জেলা কার্যালয়, ফিল্ড অফিসার |
প্রতি বছর অক্টোবর মাসের মাঝামাঝি শিক্ষক ও কেন্দ্র বাছাই করার জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। প্রাপ্ত আবেদনপত্রসমূহ যাচাই বাছাইয়ের পর একটি তালিকা প্রণয়ন করা হয়। শিক্ষক নির্বাচন করার জন্য লিখিত ও মৌখিক পরীক্ষা গ্রহণ করা হয়। অত:পর তালিকা চূড়ান্ত করে অনুমোদিত তালিকা অনুসারে শিক্ষক নিয়োগ করা হয় এবং কেন্দ্র চূড়ান্ত করা হয়। ফিল্ড সুপারভাইজার প্রতিটি কেন্দ্রে একটি কমিটি গঠন করে দেন। উক্ত কমিটি মসজিদ ভিত্তিক শিশু ও গণ শিক্ষা কার্যক্রম পরিচালনা করে থাকেন। |
২ মাস ১৬ দিন; বিনামূল্যে |
১। শিক্ষককে এসএসসি বা সমমানের যোগ্যতা থাকতে হবে। ২। কেন্দ্র শিক্ষার্থীদের বয়স ৬ এর নীচে হতে হবে। ৩। শিক্ষকের বয়স ১৮-৬৫ বছরেরমধ্যে হতে হবে। ৪। শিক্ষার্থীদের কেন্দ্রে যাতায়াত করা ও পড়াশুনার পরিবেশ থাকতে হবে। |
পরিচালক মসজিদ ভিত্তিক গণশিক্ষা কার্যক্রম-উপ-পরিচালক , জেলা কার্যালয়
|
০৩ |
ইমাম মুয়াজ্জিনদের কল্যাণ ট্রাস্ট থেকে ঋণ/আর্থিক সহায়তা |
উপ-পরিচালক, জেলা কার্যালয়, হিসাব রক্ষক
|
ট্রাস্টের আওতায় ঋণ ও আর্থিক সহায়তা প্রদান করার জন্য নির্ধারিত কোটা দিয়ে প্রধান কার্যালয় থেকে জেলা কার্যালয়ে পত্র প্রেরণ করার পর জেলা অফিস আবেদনপত্র আহ্বান ও যাচাই বাছাই করা হয়। বাছাইকৃত আবেদনপত্রগুলো কমিটির নিকট উপস্থাপন করার পর চূড়ান্ত অনুমোদন করা হয়। অনুমোদন পাওয়ার পর গ্রাহকদেরকে ঋণ ও আর্থিক সাহায্য প্রদান করা হয়। কেউ যদি নির্ধারিত সময়ের মধ্যে ঋণের টাকা গ্রহণে ব্যর্থ হয় তবে তাকে পুনরায় পত্র দেওয়া হয় এবং ঋণ বিতরণ শেষ করা হয়।
|
২৫ দিন; ১। কল্যাণ ট্রাস্টের সদস্য ২। মাসিক নিয়মিত চাঁদা প্রদান |
ইমাম ও মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্ট অধ্যাদেশ ২০০১ |
পরিচালক, ইমাম প্রশিক্ষণ একাডেমি |
০৪ |
যাকাত সংগ্রহ ও বিতরণ |
উপ-পরিচালক, জেলা কার্যালয় |
যাকাত সংগ্রহ: যাকাত ফান্ড প্রধান কার্যালয় থেকে জেলা যাকাত কমিটির সভাপতি বরাবরে পত্র প্রেরণ করা হয়। জেলা যাকাত কমিটির সদস্য সচিব, ইসলামিক ফাউন্ডেশনের উপ- পরিচালক ও উপজেলা নির্বাহী অফিসার জেলার ধনী ব্যক্তিদেরকে যাকাত প্রদানের জন্য প্রধান কার্যালয় থেকে প্রেরিত পত্রের বিষয়টি অবহিত ও উদ্বুদ্ধ করেন। উক্ত ব্যাক্তিগণ পরবর্তীতে যাকাতের টাকা সরাসরি ব্যাংকে টাকা জমা প্রদান করে থাকেন। যাকাত বিতরণ: যাকাত গ্রহীতাদের আবেদনপত্র যাচাই-বাছাই করার জন্য তালিকা তৈরি করে কমিটির সভায় উপস্থাপন করা হয়। কমিটি যাচাই-বাছাই করে যোগ্য ব্যক্তিদেরকে নির্বাচন করে যাকাত বিতরণ কার্যক্রম সম্পন্ন করে থাকে। |
৩ মাস; বিনামূল্যে |
যাকাত ফান্ড অধ্যাদেশ, ১৯৮২ |
পরিচালক, অর্থ ও হিসাব বিভাগ, ইসলামিক ফাউন্ডেশন
|
০৫ |
মসজিদ পাঠাগার স্থাপন ও পরিচালনা |
উপ-পরিচালক, জেলা কার্যালয় |
প্রতি বছর ডিসেম্বর মাসে মসজিদ পাঠাগার স্থাপন করার জন্য মসজিদ কমিটির কাছ থেকে আবেদনপত্র গ্রহণ করা হয়। প্রাপ্ত আবেদনপত্র সমূহ যাচাই-বাছাই সম্পন্ন হলে চূড়ান্ত তালিকা প্রস্তুত করে মার্চ মাসের মধ্যে সংশ্লিষ্ট পরিচালকের দপ্তরে প্রেরণ করা হয়। এখানে মসজিদ পাঠাগারসমূহের প্রশাসনিক অনুমোদন প্রদান করা হয় এবং এই পাঠাগার সমূহের জন্য পুস্তক অনুমোদন দেয়া হয়। অনুমোদিত পাঠাগারের তালিকা ও অনুমোদিত পুস্তকসমূহ প্রধান কার্যালয় থেকে জেলা অফিসে প্রেরণ করা হয়। অতঃপর জেলা অফিস থেকে সংশ্লিষ্ট মসজিদ পাঠাগার কমিটির নিকট পুস্তক গ্রহণ করার জন্য পত্র প্রেরণ করা হয়। নির্ধারিত তারিখে এসে মসজিদ কমিটি পুস্তক গ্রহণ করবে। কোন কমিটি নির্ধারিত সময়ে পুস্তক গ্রহণ না করলে জেলা অফিস থেকে পুনরায় পত্র প্রেরণ করা হবে। তারপরেও মসজিদ কমিটি পুস্তক গ্রহণ না করলে তাঁদের আবেদন বাতিল করা হয়। |
৪ মাস (পাঠাগার স্থাপন কার্যক্রম শুরু হয় প্রতি বছর ডিসেম্বর মাসে) ; বিনামূল্যে |
১.নির্ধারিত ফরমে দরখাস্ত করতে হয় ২.প্রধান কার্যালয়ের অনুমোদনক্রমে পাঠাগার স্থাপন করা হয় |
পরিচালক, মসজিদ পাঠাগার, ইসলামিক ফাউন্ডেশন |
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS