ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক সাধারণ জনগণকে বিভিন্নভাবে সেবা প্রদান করে থাকে। নিম্নে সেসমস্ত সেবাগুলোর তালিকা:
০১) বই বিক্রয় শাখঃ- ইসলামিক ফাউন্ডেশন প্রকাশিত বিভিন্ন তাফসীর, হাদীসগ্রন্থ, অনুবাদগ্রন্থ, শিশুদের উপযোগী বই ,২৫%,৩০%,৩৫% কমিশনে বিক্রয় করা হয়।
ইসলামিক ফাউন্ডেশন বাগেরহাট জেলা কার্যালয়ে যোগাযোগ করে বই ক্রয় কর যায়।
০২) পাঠাগার শাখাঃ- ইসলামিক ফাউন্ডেশন বাগেরহাট জেলা কার্যালয়ে বর্তমানে ২১৭ আ্ইটেমের ২২০৪ টি বই ,৫ টি দৈনিক প্রত্রিকা ও ১ টি সাপ্তাহিক চাকরির বিজ্ঞাপন পত্রিকা পাঠকের জন্য রাখা আছে। অত্র কার্যালয়ের নীচ তলায় পাঠাগারটি সকাল ৯.০০টা হতে বিকেল ৫.০০টা পর্যন্ত ( নামাজের বিরতি ৩০মিনিট) খোলা থাকে। পাঠাগারে বসে বই পড়ার সুযোগ রয়েছে। আপনি আমন্ত্রিত।
০৩) মসজিদে পাঠাগার স্থাপনঃ ইসলামিক ফাউন্ডেশন বাগেরহাট অত্র জেলার মসজিদ সমূহে ২৪৬ টি মসজিদ পাঠাগার স্থাপন করা হয়েছে। নির্ধারিত ফরমে মসজিদ পাঠাগার এবং শিক্ষা প্রতিষ্ঠান ও ধর্মীয় প্রতিষ্ঠানের নিজ নিজ প্রতিষ্ঠানের প্উযাডে আবেদন করে পাঠাগার প্রতিষ্ঠার সুবিধা পাওয়া যায়।
০৪) ইমাম মুয়াজ্জিন কল্যাণ ট্রাষ্টঃ- অত্র জেলার তিমাসে ১০ টাকা হারে বার্ষিক ১২০ টাকা চাঁদা দিয়ে মসজিদের ইমাম ও মুয়াজ্জিনগণ ট্রাষ্টের সদস্য হতে পারে।
সুবিধাঃ- বিনা সুদে ঋণ ও আর্থিক সাহায্য পাওয়ার সুযোগ রয়েছে। কর্মে অক্ষম সদ্যস্যদের জমাকৃত অর্থ লভ্যাংশ সহ ফেরৎ পাবেন।
০৫) সরকারী যাকাত ফান্ডঃ- পবিত্র রমযান মাসে বিত্তবানদের নিকট হতে তাদের যাকাতে সম্পূর্ণ/আংশিক যাকাত সংগ্রহ করা হয়।সংগ্রহকৃত যাকাতের অংশ সরকারী নিয়ম অনুযায়ী স্থানীয় দুস্থদের সাথে বিতরণ করা হয়।
০৬) হজ্জব্যবস্থাপনাঃ- সরকারী ব্যবস্থাপনায় হজে গেমনেচ্ছুক ব্যক্তিদের ইসলামিক ফাউন্ডেশন জেলা কার্যালয়ে প্রি-রেজিষ্ট্রেশন ও রেজিষ্ট্রেশন করে হজ্বে গমনের সুযোগ রয়েছে।
০৭) চাঁদ দেখা কমিটির সভাঃ- প্রতি আরবী মাসের ২৯তারিখে জেলা কার্যালয়ে জাতীয় চাঁদ দেখা জেলা কমিটির সভা অত্র জেলা কার্যালয়ে অনুষ্ঠিত হয়। চাঁদ দেখার রিপোর্ট জাতীয় কমিটিকে তাৎক্ষনিকভাবে টেলিফোনে করা হয়।
০৮) মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমঃ-
ক) মডেল রিসোর্স সেন্টার -০৯টি। খ) সাধারণ রিসোর্স সেন্টার -২৩টি।
বাগেরহাট জেলায় মোট শিশু ও গণশিক্ষা কেন্দ্র ৮১৫টি।
প্রাক-প্রাথমিকঃ- ২৬০টি, সহজ-কুরআন শিক্ষাঃ- ৫৪৩টি, বয়স্ক শিক্ষাঃ- ১২টি
দারুল আরকাম এবতেদায়ী মাদ্রাসাঃ- ১৮টি।
*স্ব স্ব উপজেলা মডেল রিসোর্স সেন্টার ও জেলা কার্যালয়ে যোগাযোগ করে নির্ধারিত নিয়মে কেন্দ্র শিক্ষক হওয়ার সুযোগ রয়েছে।
প্রাক-প্রাথমিকঃ- প্রাক-প্রাথমিক কেন্দ্রে ৫-৬বছরের শিশুরা বাংলা, ইংরেজী,আরবী এবং গণিত শিক্ষা লাভ করে।
সহজ কুরআন শিক্ষাঃ- সহজ কুরআন শিক্ষা কেন্দ্রে ৬-১২বছরের শিক্ষার্থীরা কুরআন শিক্ষা লাভ করে।
বয়স্ক শিক্ষা কেন্দ্রঃ- বয়স্ক শিক্ষা কেন্দ্রে শিক্ষার্থী বাংলা, ইংরেজী, আরবী এবং গণিত শিক্ষা লাভ করে।
০৯) দারুল আরকাম ইবতেদায়ী মাদ্রাসাঃ বাগেরহাট জেলার প্রতিটি উপজেলায় ২টি করে মোট ১৮ টি দারুল আরকাম এবতেদায়ী মাদ্রাসা চালু করা হয়েছে।
১ম শ্রেণী হতে ৩য় শ্রেণী পর্যন্ত শিশু ও শিক্ষা কার্যক্রম চলছে। আপনার শিশু কে দারুল আরকাম ইবতেদায়ী মাদ্রাসায় ভর্তি করে আধুনিক শিক্ষার পাশাপাশি দ্বীনি শিক্ষা গ্রহণের সুযোগ গ্রহণ করতে পারেন।
জাতীয় ও ধর্মীয় দিবস পালনঃ-
বাল্য বিবাহ মাদকাশক্তি সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে প্রচারণা ঃ-মসজিদের খতিব/ইমাম এবং গণশিক্ষার শিক্ষকদের মাধ্যমে বাল্য বিবাহ মাদকাশক্তি,সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধের জন্য মসজিদে জুমার খুৎবাসহ ধর্মীয় অনুষ্ঠানের আলোচনার মাধ্যমে জনসচেতনতা সৃষ্টি করা হয়।
টিকাদান কর্মসূচী,ভিটামিন খাওয়ানো,বনায়নসহ সরকারী বিভিন্ন কর্মসূচী পালনে ইমামদেরকে সম্পৃক্ত করে প্রচারণা চালানো হয়।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS