বর্তমানে ইসলামিক ফাউন্ডেশন ধর্মীয় এবং আর্থ্সামাজিক উন্নয়নে বিভিন্ন ধরণের কার্য্ক্রমগ্রহণকরেছে।ইসলামিক ফাউন্ডেশন বাগেরহাট জেলা কার্যালয়ের মাধ্যমে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের আওতায় ২৬০ টি প্রাকপ্রাথমিক, ৫৪৩টি কুরআনশিক্ষা ও ১২টি বয়স্ক শিক্ষাসহ মোট ৮১৫টি কেন্দ্র স্থাপন করা হয়েছে। বিগত ৩ বছরে ২৩,২৮০জন শিশুকে প্রাক-প্রাথমিক শিক্ষা, ৪১,০৯০ জন শিক্ষার্থীকে কুরআন শিক্ষা এবং ৮৭৫ জন বয়স্ক-কে ধর্মীয় ও নৈতিকতা বিষয়ক শিক্ষা প্রদান করা হয়েছে। মানুষের মধ্যে নৈতিকতা ও ইসলামিক মূল্যবোধের বিকাশ সাধন ও ইসলামের প্রচার প্রসারের লক্ষ্যে বিগত বছরসমূহে সর্বমোট ৪৯০ টি টাইটেলের ৪,৭৪৫ টি বই বিপননকরা হয়েছে। ধর্মীয় নেতৃবৃন্দ/ ইমাম সাহেবগণ তৃণমূল পর্যায়ের জনগণের সবচেয়ে নিকটতম আস্তাভাজন ব্যক্তিত্ব হিসেবে গণ্য হয়ে থাকেন। সমাজের নৈতিক ও আর্থ-সামাজিক উন্নয়ন লক্ষ্যে ইমাম প্রশিক্ষণ একাডেমীর মাধ্যমে তাদের প্রশিক্ষণ প্রদান করা হয়। বিগত তিন বছরে ১৩২ জনকে ইমাম প্রশিক্ষণের জন্য মনোনীত করা হয়েছে। স্কুল, কলেজ ও মাদ্রাসায় অধ্যয়নরত শিশু-কিশোরদের নৈতিকতা উন্নয়নের জন্য ৬৮১টি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। গত তিন বছরে সর্বমোট ৩২টি মসজিদ পাঠাগার স্থাপন করা হয়েছে। বিগত ০৩ বছরে মোট ১০,৫৩,৫৬৮ /-টাকা যাকাত সংগ্রহকরা হয়েছে এবং ৭৪ জনকে কে যাকাত প্রদান করা হয়েছে। ইমামমুয়াজ্জিন কল্যানট্রাস্ট এর মাধ্যমে ৭২ জনকে আর্থিক সাহার্য্য প্রদান এবং ৫৪ জনকে সুদমুক্ত ঋণপ্রদান করা হয়েছে।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS