Wellcome to National Portal
Main Comtent Skiped

Recent Activities

বর্তমানে ইসলামিক ফাউন্ডেশন ধর্মীয় এবং আর্থ্সামাজিক উন্নয়নে বিভিন্ন ধরণের কার্য্‌ক্রমগ্রহণকরেছে।ইসলামিক ফাউন্ডেশন বাগেরহাট জেলা কার্যালয়ের মাধ্যমে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের আওতায় ২৬০ টি প্রাকপ্রাথমিক, ৫৪৩টি কুরআনশিক্ষা ও ১২টি বয়স্ক শিক্ষাসহ মোট ৮১৫টি কেন্দ্র স্থাপন করা হয়েছে। বিগত ৩ বছরে ২৩,২৮০জন শিশুকে প্রাক-প্রাথমিক শিক্ষা, ৪১,০৯০ জন শিক্ষার্থীকে কুরআন শিক্ষা এবং ৮৭৫ জন বয়স্ক-কে ধর্মীয় ও নৈতিকতা বিষয়ক শিক্ষা প্রদান করা হয়েছে। মানুষের মধ্যে নৈতিকতা ও ইসলামিক মূল্যবোধের বিকাশ সাধন ও ইসলামের প্রচার প্রসারের লক্ষ্যে বিগত  বছরসমূহে সর্বমোট ৪৯০ টি টাইটেলের ৪,৭৪৫ টি বই বিপননকরা হয়েছে। ধর্মীয় নেতৃবৃন্দ/ ইমাম সাহেবগণ তৃণমূল পর্যায়ের জনগণের সবচেয়ে নিকটতম আস্তাভাজন ব্যক্তিত্ব হিসেবে গণ্য হয়ে থাকেন। সমাজের নৈতিক ও আর্থ-সামাজিক উন্নয়ন লক্ষ্যে ইমাম প্রশিক্ষণ একাডেমীর মাধ্যমে তাদের প্রশিক্ষণ প্রদান করা হয়। বিগত তিন বছরে ১৩২  জনকে ইমাম প্রশিক্ষণের জন্য মনোনীত করা হয়েছে। স্কুল, কলেজ ও মাদ্রাসায় অধ্যয়নরত শিশু-কিশোরদের নৈতিকতা উন্নয়নের জন্য ৬৮১টি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। গত তিন বছরে সর্বমোট ৩২টি মসজিদ পাঠাগার স্থাপন করা হয়েছে। বিগত ০৩ বছরে মোট ১০,৫৩,৫৬৮ /-টাকা যাকাত সংগ্রহকরা হয়েছে এবং ৭৪ জনকে কে যাকাত প্রদান করা হয়েছে। ইমামমুয়াজ্জিন কল্যানট্রাস্ট এর মাধ্যমে ৭২ জনকে আর্থিক সাহার্য্য প্রদান এবং ৫৪ জনকে সুদমুক্ত ঋণপ্রদান করা হয়েছে।